বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, উৎসব ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তালা উপজেলা এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মইনুল ইসলামের সভাপতিত্বে ও মোতাহিরুল হক শাহিন ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যাঃ নিলুফার বানু, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, জগদীশ হালদার, শিক্ষক আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী, জাহাঙ্গীর হাসান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, অরুণ কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম, নুর-মোহাম্মদ পাড় প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। তারা সরকারি শিক্ষকদের ন্যায় ন্যায্য সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা সরকারের নিকট দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।