সখিপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেসরকারি সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এর আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রগতি সংস্থার জেলা প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস আলী, সমাজসেবক সোলাইমান হোসেন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, শাহিন আলম, রায়হান বাবু, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অগ্রপথিক তায়েবা সুলতানা ও নুসরাত জাহান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সখিপুর ইউনিয়ন উপক‚লবর্তী হওয়ায় এখানে প্রতিনিয়ত দূর্যোগ ও নদী ভাঙন লেগে থাকে। প্রতিবছর দূর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি ঘটে। তাই দূর্যোগের আগে সচেতন হলে এ থেকে ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব হবে। তাই দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করে নিরাপদে আনতে হবে। সেই সাথে কমিটির পক্ষ থেকে দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।