সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাঁশদহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
অক্টোবর ২০, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা সদর উপজেলা ১নং বাঁশদহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় বাঁশদহা ইউনিয়নের রেউর বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন হোসেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
প্রধান আলোচক অন্যতম যুগ্ন আহবায়ক মোঃ মহাসিন আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন, আলমগীর হোসেন আলম, জেলা সদস্য কামরুল ইসলাম, সদর থানা যুগ্ম আহবায়ক মহাসেন হোসেন, আহসানুল্লাহ, মধু, গোলাম রাব্বি, হাসানুর রহমান, ইমরান হোসেন, বাইজিদ হোসেন ও কিবরিয়া প্রমুখ।

সভায় প্রধান আলোচক মোঃ মহাসিন আলম বলেন,
দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সবাইকে মাঠে থাকতে হবে।

কর্মীসভায় ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে দলের সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মীসভায় সার্বিক সহযোগিতায় ছিলেন: নাজমুল হুদা রেজা, তৌহিদুর রহমান, শাহারিয়ার সিরাজ,ইসমাইল ও ইনান হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।