সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নলতায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:
অক্টোবর ২৩, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নলতা সার্ভিস সেলে বীমাদাবীর মোট ২ লাখ ১৯ হাজার টাকার ৯টি চেক বীমাগ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১০টায় সাতক্ষীরার দেবহাটা থানার নলতা সার্ভিস সেলের একটি সভাকক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা অঞ্চলের মহাব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ কবিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নলতা সার্ভিস সেলের ইনচার্জ হাবিবুল্লাহ, কর্মকর্তা গৌর চন্দ্র ও আফরোজা খাতুন।
প্রধান অতিথি পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন
বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স সর্বদা গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। নিয়মিত প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে বীমাগ্রাহকরা নিজেদের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন বলেও তারা মত প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।