সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপি’র মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩অক্টোবর) উপজেলার মাগুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বালিয়াদহ’র কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের সভাপতি নীলিমা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলার যুবদলের যুগ্ম-আহ্বায়ক জি এম শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন,সাহাবাজ বিশ্বাস,যুবদলের নেতা আব্দুল কাদের,হাফিজুর রহমান,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব এস কে ফারুক,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল,ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুল শেখ,সাংগঠনিক সম্পাদক আলাম পাড়ঁ,শাহিনুর সরদার,ওয়ার্ড যুবদলের সভাপতি জব্বার শেখ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,৯০ এর এরশাদ পতন আন্দোলনের অন্যতম সক্রিয় ছিলেন সাবেক সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কথিত মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৪ বছর জেলে ছিলেন। ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পর তিনি মুক্তি পান। তার সময় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপি ও ভুক্ত করা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়া গ্রামীণ সড়ক উন্নয়নে কাজ করেন। উপজেলার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন জন্য তালা ব্রিজ নির্মাণ হয়। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করে মাগুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বালিয়াদহ বিএনপি এবং অঙ্গ সংগঠন।