শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ তিনজন আহত

কামাল হোসেন :
অক্টোবর ৩১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

তালায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খানপুর গ্রামের আমজাত সরদারের ছেলে হাবিবুর রহমানের সঙ্গে একই গ্রামের রবিউল সরদারের ছেলে মিলন সরদারদের পরিবারের দীর্ঘদিন ধরে ছয় শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
হাবিবুর রহমান জানান, মিলন সরদার গং আমাদের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। এজন্য গত ২৬ অক্টোবর তালা থানায় চারজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে আমার মা আলেয়া বেগম বাড়িতে একা ছিলেন। এসময় প্রতিপক্ষ মিলন সরদার গং হামলা চালিয়ে বাশের আঘাতে তাঁর মাথা ফাটিয়ে দেয় এবং মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে আমি ও আমার বাবা বাড়ি ফিরলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে ঘরের জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি জানান, আমি ও আমার বাবা প্রাথমিক চিকিৎসা নিয়েছি, আর আমার মা হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।