সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, জাতিসংঘকর্মীসহ নিহত ১৮

অনলাইন ডেস্ক :
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় জন ১৮ নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার সময় বোমার আঘাতে মহিলা ও শিশুরা টুকরো টুকরো হয়ে গিয়েছে।

হামলায় নিহতদের মধ্যে ছয়জন জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক ও কর্মী। সংস্থাটি বলেছে গত ১১ মাসের যুদ্ধে একক ঘটনায় এটি তার কর্মীদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সংস্থাটি বলছে স্কুলটিতে পঞ্চমবারের মতো হামলা হয়েছে।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি এবং হাসপাতালের কর্মকর্তারা বলছে, হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা নুসিরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা স্কুলের ভিতর থেকে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে, বেসামরিক লোকদের ক্ষতি কমানোর লক্ষ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে, কোনো পক্ষের কোনো নতুন শর্ত ছাড়াই তারা মার্কিন-প্রস্তাবিত ও জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়ন করতে প্রস্তুত।

গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৪১ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯৫ হাজার ২৯ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।