রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

কামাল হোসেন।
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (৩ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমী ভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিকার ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ-এর সহায়তায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী দাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।

গণশুনানিতে উপস্থাপিত জরিপে দেখা যায়, জরিপকৃত ১২০ জন ভাতাপ্রাপ্ত নারীর মধ্যে ৭০ জনই তাদের ভাতার টাকা ওষুধ কেনায় ব্যয় করেন। অনেকে বলেন ভাতার পরিমাণ অত্যন্ত কম, যা জীবিকা নির্বাহে যথেষ্ট নয়। ভাতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ উন্নয়ন এবং তালিকাভুক্তিতে বয়স্ক নারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

নাগরিক প্রকল্পের আওতায় খলিশখালি ও ইসলামকাটি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে নাগরিক ফোরাম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।