রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমি নির্বাচিত হলে অবহেলিত খাজরাবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবো -সাবেক এমপি কাজী আলাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি।।
ডিসেম্বর ৩, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘুঘুমারী দূর্গা মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুৃষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শুভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, আশাশুনি উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, আশাশুনি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতীষ রায় প্রমুখ। সঞ্চালনায় ছিলেন খাজরা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মিজানুর রহমান।ধানেরশীষের উঠান বৈঠকে হাজার হাজার সোনাতনী ধর্মাবলম্বীগন সহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান আতিথি এসময়ে বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে অবহেলিত খাজরাবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবো। এখানের জলাবদ্ধতা নিরসন, সড়ক ও জনপদের উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখতে চাই। ক্রীড়া ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করে আপনাদের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি  সোনাতনী ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় কাজ করতে চাই।

উঠান বৈঠক শেষে বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।