“মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে সুনাম (সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহযোগিতা করে স্বদেশে সাতক্ষীরা ও আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন।

তালা উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রূপালী সংস্থার পরিচালক ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেএসডির নেতা ও পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, খলিলুর রহমান লিথু এবং নাগরিক কমিটির সদস্য শেখ মিজানুর রহমান ডাবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, এনসিপির নেতা মামুন হাওলাদার, সাংবাদিক কেএম শাহিনুর রহমান, সিকান্দার আবু জাফর বাবু, রফিকুল ইসলাম নয়ন, সুনাম কমিটির সহ-সভাপতি সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, সহ-সম্পাদক সর্বরী দাসসহ সুনাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, শহর-গ্রামের বৈষম্য দূর করে প্রত্যেক নাগরিককে তার আইনগত অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দুর্যোগপীড়িত সাতক্ষীরাবাসীর জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। পাশাপাশি সকল নাগরিকের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
