আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সাতক্ষীরার তালা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (আজ) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে জনসাধারণকে সচেতন করা হয়। হেলমেট না পরায় কয়েকজন চালককে সতর্ক করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন অভিযান এলাকায় নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
