ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে বুকে ধারণ করে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ০২ নং নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন খেলার মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল ইসলাম ক্রীয়া সামগ্রী বিতরণ করেছেন।
১৭ই ডিসেম্বর ও ১৮ ই ডিসেম্বর তিনি নগরঘাটা ইউনিয়নের, মিঠাবাড়ি ফুটবল মাঠ, বঙ্গবন্ধু ফুটবল মাঠ, নগর ঘাটা কবি নজরুল ফুটবল মাঠ, চুকারকান্দা ফুটবল মাঠ, কালিবাড়ি ফুটবল মাঠ, হরিণখোলা ফুটবল মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট,সহ অসংখ্য ক্রীয়া সামগ্রী বিতরণ করেছেন। উক্ত ক্রিয়া সামগ্রী পেয়ে খুশিতে উচ্ছ্বাসিত নগরঘাটা ইউনিয়নের তরুণপ্রজন্ম।
মিঠাবাড়ি ফুটবল মাঠের নিয়মিত খেলোয়ার মোশারফ একুশের সংবাদ ডট. কম কে বলেন, আমরা এমন একজন জন প্রতিনিধি চাই যে খেলাধুলার প্রতি নজর দিবে, খেলা কে ভালবাসবে, আমরা আমাদের মনি ভাই কে পেয়ে খুব খুশি।
এছাড়া ক্রিয়া সামগ্রী বিতরণ কালে তরুণ প্রজন্ম বিভিন্ন মন্তব্য করেন তারা এমন একজন জনপ্রতিনিধি চাই যে জনপ্রতিনিধি তাদেরকে ভালবাসবে।
ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি একুশে’র সংবাদ ডট.কম কে বলেন , আমি ছোটবেলা থেকে রাজনীতি করি আমার ইচ্ছা ছিলো আমি আমার নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন করবো। এজন্যই আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এবং আমি যদি নির্বাচিত হতে পারি এই তরুণ প্রজন্মের প্রতি সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করবো তাদের পাশে সব সময় থাকার জন্য।
পুরো ইউনিয়নের দুই দিন ব্যাপী ক্রিয়া সামগ্রী বিতরণ আজ সন্ধ্যায় কিছু এতিম বাচ্চাদের দিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।
