মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ম্যাপের জলবায়ু ও দূর্যোগ ঝুঁকি, অর্থায়ন ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি ও শিখনমুলক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় ম্যাপ জেলা কমিটির উদ্যোগে জলবায়ু ও দূর্যোগ ঝুঁকি, অর্থায়ন ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি ও শিখনমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে ম্যাপ সাতক্ষীরা জেলা কমিটির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ভারতেশ^রী বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ শিখনমুলক সভা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যাপ সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন, সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।
জার্মান কো অপারেশন ও কেয়ার বাংলাদেশের সহায়তায় অ্যাওসেড এর ব্যাবস্থাপনায় ম্যাপ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে দক্ষতা বৃদ্ধিমুলক এ সভায় আলোচনা করেন, অধ্যক্ষ আশেক ই এলাহী, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, অ্যাওসেড এর কর্মসূচি কর্মকর্তা হেলেন খাতুন, মাধব দত্ত, এড মুুুনির উদ্দীন, বাহলুল আলম, প্রভাষক শরিফুল ইসলাম, আবু জাফর, শম্পা গোস্বামী, আবুল কালাম আজাদ, ফারুক রহমান, জুলফিকার রায়হান, ইমরান হোসেন, আব্দুস সালাম প্রমুখ।
শিখন মুলক সভা থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন , স্থানীয়ভাবে প্রয়োজনীয় অভিযোজন বিষয়ক বিভিন্ন আলোচনা তুলে ধরেন আলোচকরা। এছাড়া এবারের কপ সম্মেলনকালীন সময়ে সাতক্ষীরা, তালা, খুলনা, বাগেরহাট ও শরণখোলায় জলবায়ু ক্ষতিপুরণের নায্যতা নিয়ে কর্মসূচি একযোগে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।