পাইকগাছার দেলুটিতে জলবায়ু অধিকার আদায়ের দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচী পালন করেছে গ্রীন ম্যান ও ইয়ুথনেট।
শুক্রবার বেলা ১১ টায় দেলুটির হাবরখালি নদীর তীরে গ্রীন ম্যান ও ইয়ুথনেটের জলবায়ুকর্মীদের সাথে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করেন।
এসময় জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করা, জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার এবং টেকসই বেড়িবাঁধের দাবি জানায়। স্থানীয় জনগণের ‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ স্লোগানে মুখরিত হয় চারদিক।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘প্রায় প্রতিবছরই আমাদের এই বাঁধ ভাঙ্গে, গতকালও স্থানীয় জনগণ বাঁধ বেধেছে, এই ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে এলাকাবাসী সবসময় আতঙ্কিত থাকে। আমরা চাই টেকসই বেড়িবাঁধের জন্য যেন দ্রুত জরুরি পদক্ষেপ নেয়া হয়।’
গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি বলেন, ‘নদী আমাদের দেশের সবচেয়ে বড় একটি প্রাকৃতিক সম্পদ, এই নদী-ই যেন বারবার আমাদের কাঙ্গাল না করে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি। আর জীবাশ্ম জ্বালানির ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা সকলে অবগত, সময় এখন টেকসই নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের।’