সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চমকে দিলেন জ্যাকুলিন

অনলাইন ডেস্ক :
সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

হলিউডের জনপ্রিয় তারকা জঁ ক্লদ ভ্যান ডামের সঙ্গে পর্দা ভাগ করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ! কোনো গুজব নয়। হলিউডের একটি ছবিতে অভিনয় করছেন তারা একসঙ্গে। সম্প্রতি সেই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছেন জ্যাকুলিন ভক্তরা। ২০১৭ সালে মুক্তি পায় ভ্যান ডাম অভিনীত অ্যাকশন ছবি ‘কিল দেম অল’। এবারে ছবির সিক্যুয়েল মুক্তির অপেক্ষায়। সেই ছবিতেই হলিউড অভিনেতার সঙ্গে রয়েছেন জ্যাকুলিন। যদিও এ বিষয়ে আগে থেকে কিছু জানাননি এ অভিনেত্রী। ভক্তদের একেবারে চমকে দিয়েছেন তিনি। সম্প্রতি ‘কিল দেম অল ২’ ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে ‘ডাবল ইমপ্যাক্ট’ খ্যাত
হলিউড তারকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্যাকুলিনকে অ্যাকশন করতে দেখা গিয়েছে। ছবিতে ভ্যান ডামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নাম ভেনেসা। ছবির গল্প অনুযায়ী, ফিলিপ (ভ্যানডামের চরিত্রের নাম) দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায়। দু’জনে ইতালির এক নির্জন গ্রামে একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু সেখানেই তাদের খুঁজে বের করে শত্রুপক্ষ। কীভাবে পরিত্রাণ পাবে তারা, সেই গল্পই বলবে ছবিটি। এর আগে বিদেশের ‘ডেফিনেশন অফ ফিয়ার’ এবং ‘টেল ইট লাইক আ উওম্যান’ ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন। গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে ভালেরি মিলেভ পরিচালিত এই ছবিটির শুটিং হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।