সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

পাটকেলঘাটা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের চলমান পরিস্থিতিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সকল ধরনের আতঙ্ক দূর করতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় পাটকেলঘাটা থানা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই মিলে একসাথে বসবাস করি, প্রত্যেকেই তার নাগরিক সুবিধা লাভ করবে। অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারা যদি ন্যায়বান হয় তাহলে তাদের দ্বারা দূর্বলরা আর নির্যাতিত হবে না।

মতবিনিময় সভায় সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শিক্ষক ও ব্যবসায়ী মিহির কুমার বিশ্বাস, লোকনাথ ক্লিনিকের স্বত্বাধিকারী পূলক কুমার পাল, ব্যবসায়ী গোবিন্দ সাধু, পলাশ ঘোষ।

তারা তাদের মতামত তুলে ধরে বলেন, আমরা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী নই। অধিকাংশ এখানে আমরা সবাই ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা-বাণিজ্য করতে চাই। আমরা ভালোভাবে থাকতে চাই। আমরা যেন আমদের ধর্ম-কর্ম স্বাধীনভাবে করতে পারি, সারাদিন কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমাদের জন্ম এ দেশেই, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার টুকু চাই।

তাদের বক্তব্য শুনে প্রধান অতিথি বলেন, মূলত: নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের, আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা শূরা সদস্য মাওলানা রেজাউল করিম, উপজেলা ইউনিট সদস্য আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন আমীর বিশিষ্ট সমাজসেবক হাফেজ শাহ আলম।

উক্ত মতবিনিময় সভায় পাটকেলঘাটায় শারদীয় দূর্গাপূজা ‍উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।