মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

খবর প্রতিবেদক :
অক্টোবর ৫, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে বিশ^ শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকালে তালা-উপশহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। প্রভাষক গাজী আছাদুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ এম এম আসাদুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, তালা থানার এসআই মোঃ শাহিন, শিক্ষার্থীদের মধ্যে সুবর্ণা ফিরোজ ঐশী ও আফসানা আলম মৌ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরষ্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।