সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিকদের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

খবর প্রতিবেদক :
অক্টোবর ৯, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রেসক্লাবসহ উপজেলার প্রয়াত সকল সাংবাদিকদের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৯ অক্টোবর) বিকালে তালা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

দৈনিক ইত্তেফাকের তালা উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য সাহা, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম মুকুল, বিএনপি নেত অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সদস্য সচিব সেলিম হায়দার, ছাত্রদল নেতা মেহেদী হাসান সাগর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জামালুল বান্না প্রমুখ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শওকত হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।