মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময়

খবর প্রতিবেদক :
অক্টোবর ১১, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বিএনপি নেতা মোঃ মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ। সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়ার মাগুরাঘোনা, আটলিয়াসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রæত নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।