মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী – সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ১২, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়ায় পূজামন্ডপ পরিদর্শকালে সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১(তালা ও কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া
পৌর সদরসহ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার দিনভর তিনি কলারোয়া পৌর সদরের কালিবাড়ি ঘোয়ালঘাটা পূজা মন্দির, শুভংকরকাটি পূজা মন্দির, হেলাতলা পূজা মন্দির, কুশোডাঙ্গা
পূজা মন্দির, সীবানন্দকাটি পূজা মন্দির, ঠাকুবাড়ি পূজা মন্দির, সাতপোতা পূজা মন্দির, পাটুলিয়া পূজা মন্দির, খোরদো পাকুড়িয়া পূজা মন্দির,দেয়াড়া দেবব্রতদের পূজা মন্দির, দেয়াড়া ঘোষপাড়া পূজা মন্দির, কলারোয়া পৌর সদরের উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্দির,
মুরারীকাটি পূজা মুন্দির, গোপিনাথপুর পূজা মন্দির,হরিতলা পূজা মন্দির, লাঙ্গলঝাড়া পূজা মন্দির, কেঁড়াগাছি পূজা মন্দির, সোনাবাড়িয়া পূজা মন্দির ও চন্দনপুর পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় সাবেক এমপি ও বিএনপি নেতা হাবিব বিভিন্ন পূজা মণ্ডপে পৌছুলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।

পরিদর্শনকালে তিনি বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নাই, আপনারা পূজায় আমাদের দাওয়াত দিয়েছেন, আমরাও ঈদে আপনাদের দাওয়াত দিব। এভাবে আমরা মিলেমিশে চলব। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সম্প্রীতি সৌহাদর্য বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার পালন করব।

তিনি আরো বলেন, বিদেশে গেলে পাসপোর্ট দেখালে যে রকম বলে বাংলাদেশি, সেখানে কোন হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্মের কথা বলা হয় না। আপনারা শান্তিপূর্ন নির্ভয়ে পূজা উৎযাপন করেন। কোন অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। মিথ্যা মামলায় ৭০ বছরের কারাদণ্ড নিয়ে চার বছর কারাভোগের পর আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি আপনাদের পাশে ছিলাম,ভবিসাতেও থাকবো।
পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা বিএনপি’র মুখপাত্র ও অধ্যক্ষ রইচউদ্দীন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদ শেখ শলিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র নেতা সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ , সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, উপজেলা যুবদলের আহবায়কএম এ হাকিম সবুজ,সালাউদ্দীন পারভেজ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন,কুশোডাঙ্গা ইউণিয়নের সাবেক আইপ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জহরুল ইসলাম,রনজু, আলতাফ হোসেন, নজরুল মেম্বর, আবু জাফর, মহিদুল ইসলাম, বাবু, রানা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ শতশত নেতাকর্মী। মতবিনিময় শেষে বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কাছে তিনি আর্থিক সহায়তাও প্রদান করেন।

এদিকে একই দিন সন্ধ্যায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ্য কলারোয়া উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক বজলুর রহমানের
বাড়িতে যান এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় তার সাথে অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।