তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় তালার উত্তরণ আইডিআরটিতে স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থ্পানা (ল্যান্ডওয়াটার) বিষয়ক প্রকল্পের সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, প্রাণিসম্পদ অফিসার ডাঃ শেখ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ জাহিরুল ইসলাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত। উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপকারভোগিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।