মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Salim Hayder
অক্টোবর ২২, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ভূমিজের প্রজেক্ট টু কমব্যাট ডমেস্টিক ভায়োলেন্স থ্রো এ্যাওয়ারনেস এ্যান্ড এডভোকেসি-নেট টু রাইটস প্রকেল্পর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে
ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে এবং নেট টু রাইটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্কের অর্থায়নে অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
 সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তালা থানার এসআই মোঃ আহাদুজ্জামান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা তাওহীদুর রহমান, খলিলনগর  ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ চন্দ্র মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল ইসলাম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার প্রমুখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।