সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নদীর সংখ্যা ২৪ টি, নতুন কোন নদী থাকলে জেলা প্রশাসন ও পাউবো’কে জানানোর আহবান

খবর প্রতিবেদন।।
অক্টোবর ২২, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫ টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
সভায় মুল প্রাবন্ধিক চিত্র তুলে ধরেন আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মো: সালাহউদ্দিন।
আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপ পরিচালক সাইফুল ইসলাম, প্রাণসায়ের ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, পাউবো সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমাদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সিইজিআইএস’র তালিকায় প্রথম নদীর নাম ইছামতি-কালিন্দীকে যুক্ত করে প্রকাশ করা হয়েছে। সেখানে দুইটি নদী আলাদা থাকায় তা আলাদা আলাদা প্রকাশের প্রস্তাব করা হয়। উইকিপিডিয়াসহ বিভিন্ন স্থানে প্রাণসায়েরকে নদী/খাল প্রকাশ থাকার কথাকে উল্লেখ করে নদী প্রস্তাবনা আমলে নেয়া হয়। তবে এরজন্য প্রয়োজনীয় তথ্যাদি দেয়ার জন্য আহবান জানানো হয়।
একই সাথে জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫ টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়। # ২২ ১০ ২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।