জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫ টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
সভায় মুল প্রাবন্ধিক চিত্র তুলে ধরেন আলোচনা করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মো: সালাহউদ্দিন।
আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপ পরিচালক সাইফুল ইসলাম, প্রাণসায়ের ও পরিবেশ রক্ষা কমিটির সদস্য সচিব সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, পাউবো সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সাতক্ষীরা সদর ইউএনও শোয়াইব আহমাদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় সিইজিআইএস’র তালিকায় প্রথম নদীর নাম ইছামতি-কালিন্দীকে যুক্ত করে প্রকাশ করা হয়েছে। সেখানে দুইটি নদী আলাদা থাকায় তা আলাদা আলাদা প্রকাশের প্রস্তাব করা হয়। উইকিপিডিয়াসহ বিভিন্ন স্থানে প্রাণসায়েরকে নদী/খাল প্রকাশ থাকার কথাকে উল্লেখ করে নদী প্রস্তাবনা আমলে নেয়া হয়। তবে এরজন্য প্রয়োজনীয় তথ্যাদি দেয়ার জন্য আহবান জানানো হয়।
একই সাথে জাতীয় নদী রক্ষা কমিশনের নদ-নদীর তালিকায় সাতক্ষীরায় নদীর সংখ্যা প্রকাশ করা হয়েছে ১৫ টি আর সিইজিআইএস’র তালিকায় ২৪ নদীর নাম সংরক্ষণ করা হয়েছে। তবে এর বাইরে নতুন কোন নদী থাকলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবগত করতে আহবান জানানো হয়। # ২২ ১০ ২৪