সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিটিজেন ল্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Salim Hayder
অক্টোবর ২৯, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ময়লাপোতা মোড় এ অবস্থিত “সিটিজেন ল্যাব” ডক্টর এন্ড ডায়াগনস্টিক’র এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানার সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠুর পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খান শাকিল আহমেদ, ডাঃ ফয়সাল আলম, ডাঃ নাজনীন নাহার, পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান শেখ মো. সামসোদ্দোহা। এছাড়াও উপস্থিত ছিলেন সিটিজেন ল্যাবের সকল পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহীতারা।
সিটিজেন ল্যাব প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিটিজেন ল্যাবের চেয়ারম্যান রবিউল ইসলাম রানা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম মিঠু বলেন, সকলের সহযোগীতা ও অনুপ্রেরণায় এ পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে। অতিথিরা সিটিজেন ল্যাবের সার্ভিস এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বলেন, সিটিজেন ল্যাব এভাবেই সামনে এগিয়ে চলুক এবং আরও বড় পরিসরে উন্নত সেবাদান কার্যক্রম চালিয়ে যাক সেই দোয়া ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।